***এক নজরে মরজাল ইউনিয়ন ***
নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় মরজাল ইউনিয়ন অবস্থিত । মরজাল ইউনিয়নটি এতিহ্য বাহী আরিয়াল খাঁ নদের উভয় পাশের ৯টি গ্রাম ৯ টি ওয়ার্ড নিয়ে ঘঠিত। মরজাল ইউনিয়ন এর জনগন সকল ধর্মের মানুষের সাথে নিবীর সম্পর্ক বজায়া রেখে জীবন যাপন করে আসছে। মরজাল ইউনিয়ন জেলা সহরের সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকার কারনে খুব সহজে মানুষ জেলা শহরের সাথে যোগাযোগ রক্ষা করিতে পারে। উক্ত ইউনিয়নের অধিকাংশ মানুষ কৃষি কাজের উপর নির্বরশীল ধাকায় অধিকাংশ মানুষ ক্ষেতে সারাদিন কাজকর্ম করেন এবং অন্যান্য সাধারন মানুষ বিভিন্ন কাজ করে জীবন নির্বাহ করেন। মরজাল ইউনিয়ন মৌসুমী ফলের জন্য ক্ষেতি অর্জন করেছে । মরজাল ইউনিয়নের ২টি গ্রাম চর অঞ্চল ও বাকী গ্রাম সমূহ পাহাড়ী অঞ্চলের মনোরম পরিবেশ অবস্থিত।
৯টি গ্রাম সমূহ হল:- (১)রাজাবাড়ী(২) বটিয়ারা (৩)জিরাহী (৪)ব্রাহ্মনের টেক (৫) ভিটি মরজাল (৬) কুমারটেক (৭) ধুকুন্দী চর (৮) মরজাল (৯) চর মরজাল । ইউনিয়ন পরিষদের ১টি নিজস্ব ভবন রয়েছে উক্ত ভবনটি ৫১ শতাংশ ভূমির উপর নির্মিত হয়েছে। ইউনিয়নে একটি ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে যাহার দরুন সাধারন জনগন খুব সহজে সকল তথ্য এখানে এসে নিতে পারে। আমাদের মরজাল ইউনিয় ওয়েব পোর্টালে সকল কে স্বাগতম।
ইউনিয়নের নাম | মরজাল ইউনিয়ন পরিষদ |
ভৌগলিক অবস্থান | পশ্চিমে পিবপুর উপজেলা,পূর্বে অলিপুরা ও উত্তর বাখর নগর ইউনিয়ন , উত্তরে বেলাব উপজেলা ও দক্ষিনে পলাশতলী ইউনিয়ন। |
আয়তন |
|
লোক সংখ্যা | ২৩৯০৫ জন ( ২০১১ সালে আদম শুমারী অনুযায়ী) |
নারী ও পুরুষ | ১২১৭৭ জন মহিলা ও ১১৭২৮ জন মহিলা |
গ্রামের সংখ্যা | ৯টি গ্রাম সমূহ হল:- (১)রাজাবাড়ী(২) বটিয়ারা (৩)জিরাহী (৪)ব্রাহ্মনেরটেক,(৫)কুমারটেক,
(৬)ধুকুন্দী চর, (৭)ভিটি মরজাল,(৮) মরজাল, (৯) চর মরজাল। |
মৌজার সংখ্যা | ১টি |
ডাকঘর | ২টি |
মসজিদ | ৫৭টি |
মন্দির | ১টি |
শিক্ষার হার | ৭২%
|
সরকারী প্রা:বি: | ৭টি |
উচ্চ বিদ্যালয় | ৩টি |
টেকনিক্যাল ইন: | ১টি
|
শিল্প প্রকিষ্ঠান | ৪টি
|
স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র | ১টি
|
কমিউনিটি ক্লিনিক | ২টি
|
ব্যাংক | ১টি ( বাংলাদেশ কৃষি ব্যাংক)
|
পল্লী বিদ্যুৎজোনাল অফিস | ১টি |
হাট-বাজার | ২টি
|
ব্রীজ | ১৫টি
|
কালাভার্ট | ৭২টি
|
রাস্তা | পাকা নাস্তা :১৭ কি:মি,হাইওয়ে রাস্তা ৫কি:মি: ও লোকাল রাস্তা : ১২ কি:মি:
|
বয়স্ক ভাতাভোগীর সংখ্যা | ৪২৬ জন
|
বিধবা ভাতা ভোগীল সংখ্যা | ১৬০ জন
|
প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা | ৫০ জন |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস